যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলেন মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সিনেট ভোটে নির্বাচিত হয়েছেন মার্কো রুবিও।
তিনি সর্বসম্মতভাবে ৯৯-০ ভোট পেয়ে এ পদের জন্য নিশ্চিত হয়েছেন।
সেনেট ফ্লোর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মার্কো রুবিও বলেছেন, এ পদের জন্য নির্বাচিত হওয়ার নিশ্চিত খবরটি পেয়ে তিনি "ভালো" অনুভব করছেন।
তিনি বলেছেন, এটি তার জন্য 'বিশাল সম্মানের' বিষয়।
মার্কো রুবিওই এবারের এই ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হলেন।