ঢাকা বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২


গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন আসন্ন: নেতানিয়াহুর দপ্তর


১৭ জানুয়ারী ২০২৫ ১০:৩২

ফাইল ফটো

গাজায় যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে হওয়া চুক্তি চূড়ান্ত অনুমোদন করতে ইসরায়েলের মন্ত্রিসভা শুক্রবার বৈঠকে বসবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর।

বহু প্রতিক্ষিত এই চুক্তি অনুমোদন করতে ইসরায়েলের মন্ত্রিসভার বৃহস্পতিবারই বসার কথা ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে মন্ত্রীদের মধ্যে স্পষ্ট বিভেদ নিয়ে চলা নেতানিয়াহুর জোট সরকার বৈঠকটিতে বসতে দেরি করছিল আর এই দেরির জন্য তারা হামাসকে দায় দেয়।

কিন্তু শুক্রবারের প্রথম ঘণ্টাগুলোর মধ্যেই নেতানিয়াহুর দপ্তর জানায়, অনুমোদন আসন্ন।

 

এক বিবৃতিতে দপ্তরটি বলেছে, “আলোচনারত দলটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন জিম্মিদের মুক্তি নিয়ে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছানো গেছে।”

এতে আরও বলা হয়, প্রথমে শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠক করবে, পরে চুক্তিটি অনুমোদন করতে পুরো মন্ত্রিসভা বৈঠকে বসবে।

রয়টার্স জানিয়েছে,মন্ত্রিসভার পূর্ণ বৈঠক শুক্রবারই হবে না শনিবার অথবা রোববার যুদ্ধবিরতি শুরু হতে কোনো বিলম্ব হবে কি না, তাৎক্ষণিকভাবে সেটি পরিষ্কার হওয়া যায়নি।

 

হোয়াইট হাউজের মুখপাত্র জন কারবি বলেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে চুক্তিটি লাইনেই আছে এবং ১৫ মাস ধরে চলা সংঘাতে একটি যুদ্ধবিরতি প্রত্যাশা অনুযায়ী ‘এই সপ্তাহের শেষ দিনটিতেই (রোববার)’ কার্যকর হবে।