ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েলি হামলায় ৮০ ফিলিস্তিনি নিহত


১৭ জানুয়ারী ২০২৫ ১০:২১

ফাইল ফটো

জেরুজালেম, ১৭ জানুয়ারি – যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি হামলায় অন্তত ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩০ জন। হতাহতদের মধ্যে ২০ শিশু ও ২৫ নারী রয়েছেন বলে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পর্যন্ত ইসরায়েলের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে ফিলিস্তিনের গাজায় ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তি হয়। কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় হওয়া চুক্তি আগামী রোববার থেকে কার্যকর হবে। তবে এরই মধ্যে হামলা বাড়িয়েছে ইসরায়েল।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চুক্তির খবরে অনেক ফিলিস্তিনি ও ইসরায়েলের পরিবার উদযাপন করলেও গাজায় হামলা অব্যাহত আছে। বৃহস্পতিবার ড্রোন ও যুদ্ধবিমান দিয়ে ইসরায়েল ব্যাপক হামলা চালায়। হামলা হয়েছে নুসেইরাত ও বুরেইজ শরণার্থী শিবিরে, জাবালিয়া ও উত্তর গাজায়। চুক্তির বিষয় ঘোষণার পরপরই ইসরায়েল উত্তর গাজার শেখ রিদওয়ান আবাসিক এলাকায় হামলায় চালিয়ে ২০ জনকে হত্যা করে।