ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩৭


২২ ডিসেম্বর ২০২৪ ১২:০০

ফাইল ফটো

ব্রাজিলে বাস ও ট্রাকের সংঘর্ষে  অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকই। শনিবার স্থানীয় সময় ভোরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা দমকল বাহিনীর কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাও পাওলো থেকে ৪৫ জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল বাসটি। চলন্ত অবস্থায় হঠাৎ বাসের একটি টায়ার ফেটে হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সঙ্গে সংঘর্ষ ঘটে। এরপর অন্য একটি গাড়ি বাসটির সঙ্গে ধাক্কা খায়। তবে দমকল বিভাগ জানিয়েছে, সেই গাড়ির তিনজন যাত্রীই প্রাণে বেঁচে গেছেন। 

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে সড়কজুড়ে মোচড়ানো ও পুড়ে যাওয়া ধাতব অংশ, বাসের ছিন্নভিন্ন আসন ও যাত্রীদের কম্বল পড়ে থাকতে দেখা গেছে।

এক দমকলকর্মী জানান, দুর্ঘটনাস্থলে চাপা পড়ে থাকা মৃতদেহ বের করতে একটি ক্রেনের প্রয়োজন হবে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ব্রাজিলে প্রতি এক লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল ১৫.৭ শতাংশ।  এটি লাতিন আমেরিকার অন্য দেশ আর্জেন্টিনার মৃত্যুহারের তুলনায় অনেক বেশি। সেখানকার মৃত্যুহার প্রতি এক লাখে ৮.৮ শতাংশ। 

২০৩০ নাগাদ সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে ব্রাজিল সরকার। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ৮৬ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।