জীবন যুদ্ধে হেরে গেল আমাল

ফাইল ফটো
শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হেরে গেল সাত বছরের শিশু আমাল হুসেন। ইয়েমেনের আসলাম শহরে এক শরণার্থী শিবিরে কঙ্কালসার চেহারার এই শিশুটি মারা গেছে । বৃহস্পতিবার ওই শিশুটির পরিবারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
আমালের মা মরিয়ম আলি এক সাক্ষাৎকারে বলেছেন, আমার মন ভেঙে গিয়েছে। আমাল খুব হাসিখুশি ছিল। আমার অন্য বাচ্চাদের নিয়ে খুব চিন্তা হচ্ছে।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু আমালের হৃদয় বিদারক একটি ছবিটি ভাইরাল হয়। এতে দেখা যায়, না খেতে পাওয়ায় তার দু’চোখে শূন্যতা। পাঁজরের হাড়গুলোও বের হয়ে ঘিয়েছে তার। কঙ্কালসার চেহারার আমালের ছবি ফেসবুকে অন্তত ৪৩ হাজার শেয়ার হয়। একটি মার্কিন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ফেসবুকে আমালের ছবি ভাইরাল হওয়ার কয়েক দিনের মধ্যেই তা যুদ্ধদীর্ণ ইয়েমেনের মুখ হয়ে উঠেছিল।
ফেসবুক কর্তৃপক্ষ ওই ছবিটিকে ‘উলঙ্গ, তাই যৌন ইঙ্গিতপূর্ণ ও অশালীন’ তকমা দিয়ে ব্লক করতে শুরু করে। আর তাতেই প্রতিবাদের ঝড় তোলেন নেটিজেনরা। মর্মান্তিক একটি ছবিকে এভাবে ব্লক করে দিয়ে ইয়েমেনের বাস্তবকেই অস্বীকার করা হচ্ছে বলে সরব হন তারা। পরে নিষেধাজ্ঞা তুলে নেয় ফেসবুক।
চূড়ান্ত অপুষ্টিতে ভুগতে থাকা আমালকে সম্প্রতি ইয়েমেনে জাতিসংঘ পরিচালিত একটি স্বাস্থ্য শিবিরে আনা হয়েছিল। সেখানেই ওই হৃদয় বিদারক ছবিটি তোলা হয়েছিল। আমালের চিকিৎসক জানান, ডায়েরিয়ায় ভুগছিল আমাল। প্রতি দু'ঘণ্টায় তাকে দুধ খাওয়ানো হচ্ছিল। কিন্তু সে এতটাই অসুস্থ ছিল যে প্রতি বারই তা বমি করছিল। তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু অর্থের অভাবে শরণার্থী শিবিরেই আমালকে ফিরিয়ে আনে পরিবার। সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পরে আমাল।
আমালের মৃত্যুতে ইয়েমেনের যুদ্ধপরিস্থিতির জন্য সৌদি আরবের দিকে সরাসরি আঙুল উঠছে। সৌদির সঙ্গে ইরানের ছায়াযুদ্ধের কারণেই মূলত ইয়েমেনের এই দুরবস্থা। যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরান সমর্থিত হুথি জঙ্গিদের ইয়েমেন থেকে হটাতে ক্রমাগত হামলা চালাচ্ছে সৌদি।
সৌদির হামলা থেকে বাঁচতে তিন বছর আগে বাড়ি ছাড়া হয় আমালের পরিবার। জাতিসংঘের এক হিসাব বলছে, ইয়েমেন অন্তত ১৮ লাখ শিশু আমালের মতো অপুষ্টিতে ভুগছে।
সূত্র : গ্লোবাল নিউজ
এল,এস