ঢাকা সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৫শে চৈত্র ১৪৩১


সৌদির সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই খাশোগিকে হত্যা


৩ নভেম্বর ২০১৮ ১৭:৪২

ফাইল ফটো


তুরস্কের সাংবাদিক জামাল খাশোগিকে সৌদি আরবের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই খুন করা হয়েছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এরদোয়ান এই প্রথম খাশোগি হত্যাকাণ্ডে সৌদি সরকারকে সরাসরি দায়ী করলেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি কলামে এই কথা লিখেন তিনি।

তবে সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ খাশোগিকে হত্যার নির্দেশ দেননি বলে মনে করেন এরদোয়ান।

তিনি বলেন, খাশোগির পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডকে ঢেকে রাখতে সৌদির প্রচেষ্টায় হতবাক ও মর্মাহত আমরা।

তিনি আরও বলেন, আমাদের অবশ্যই খাশোগি হত্যাকাণ্ডের নেপথ্যে নায়কদের পরিচয় প্রকাশ করতে হবে।

তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা ইয়াসিন আখতারের আশঙ্কা, খাশোগির দেহ টুকরো টুকরো করার পর তা এসিডে গলিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসনে থাকা এ সাংবাদিক ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ হন। কনস্যুলেটে প্রবেশের পর খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পরে।


সূত্র: বিবিসি, আল-জাজিরা

 

এল,এস