ঢাকা সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৫শে চৈত্র ১৪৩১


ঢাকার নতুন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার


২ নভেম্বর ২০১৮ ২২:৫৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নাম ঘোষণা করেছেন আর্ল রবার্ট মিলারের। বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ১৩ অক্টোবর তিনি অনুমোদন পান। তিনি ঢাকার উদ্দেশ্য রওনা হবেন ১৮ নভেম্বর।

দীর্ঘ চার বছর ঢাকায় নিযুক্ত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। ২ নভেম্বর দায়িত্ব পালনের পর তিনি দেশে ফিরে যাবেন।

মিলার পূর্বে আফ্রিকার দেশ বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন। এছাড়াও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে, দেশের জন্য ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো, মিয়ামি ও বোস্টনে কাজ করেছেন। দেশের বাইরে ভারত, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও এল সালভেদরের মার্কিন দূতাবাস হিসেবে কাজ করেছেন।

এমএ