ঢাকা রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৫শে ভাদ্র ১৪৩১


যুক্তরাজ্যের নির্বাচনে পরাজিত হলেন যেসব মন্ত্রী


৫ জুলাই ২০২৪ ২১:২৩

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। দলটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে বিপুল সংখ্যক আসনে জয় পেয়েছে। এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন দল  কনজারভেটিভ পার্টির রেকর্ডসংখ্যক মন্ত্রীও।

 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) দেশটিতে হওয়া নির্বাচনে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অন্তত ৯ জন মন্ত্রী পরাজিত হয়েছেন।

 

এটি ১৯৯৭ সালের রেকর্ড ভঙ্গ করেছে। ওই বছর নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাতজন মন্ত্রীর ভরাডুবি হয়েছিল।

 

এবারের নির্বাচনে ভরাডুবি হওয়া মন্ত্রীরা হলেন, প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস, কমন্স নেতা পেনি মর্ডান্ট, বিচারমন্ত্রী অ্যালেক্স চক, শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান, সংস্কৃতিমন্ত্রী লুসি ফ্রেজার, বিজ্ঞানমন্ত্রী মিশেল ডোনেলান, প্রবীণবিষয়কমন্ত্রী জনি মার্সার, ওয়েলসবিষয়কমন্ত্রী ডেভিড টিসি ডেভিস এবং পরিবহনমন্ত্রী মার্ক হারপার।

 

কনজারভেটিভ পার্টির সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাজও আছেন পরাজিতদের তালিকায়। নির্বাচনের প্রাপ্ত ফলাফল অনুসারে, লেবার পার্টি ৪১২ আসনে জয় পেয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন দল লেবার পার্টি পেয়েছে ১২১টি আসন। এ ছাড়া ৭১টি আসন পেয়েছে লিবারেল ডেমোক্র্যাটস পার্টি। দেশটিতে সংখ্যাগিরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন হয় ৩২৬টি আসন।