ঢাকা শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


আরব আমিরাতে বাজল ইসরাইলের জাতীয় সংগীত


৩০ অক্টোবর ২০১৮ ১৮:৪৯

প্রথমবারের মতো মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতে বাজানো হলো ইসরাইলের জাতীয় সংগীত। দেশটিতে অনুষ্ঠিত একটি জুডু প্রতিযোগিতায় ইসরাইলি প্রতিযোগী একটি স্বর্ণপদক পাওয়ায় তাদের জাতীয় সংগীত বাজানো হয়।

দখলদার ইসরাইলে অনেক মুসলিম দেশই স্বীকৃতি ও এমনকি কূটনৈতিক সম্পর্কও না থাকলেও এই প্রথম কোন মুসলিম দেশ ইসরাইলের জাতীয় সংগীত বাজল বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

ইসলামধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা দখলকারীদের সঙ্গে কোনো সম্পর্ক ও যোগাযোগ না রাখার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে মুসলিম দেশগুলো। কিন্তু আরব আমিরাত প্রতিশ্রুতি ভঙ্গ করে ইসরাইলি প্রতিযোগীকে অংশ গ্রহণের সুযোগ দেয়ার পর থেকেই এ বিষয়টি সমালোচনা আসে।

এ ছাড়া ইসরাইলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিরি রেগেভকেও আবুধাবি সফরের সুযোগ দেয়া হয়েছে এবং আমিরাতের জুডু ফেডারেশনের প্রধান নাসের আত্তামিমি তার সঙ্গে বৈঠক করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের জনসাধারণসহ বিশ্বের মুসলমানরা দেশটির এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

ফিলিস্তিনি জনগণ এবং গোটা মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এসএমএন