ঢাকা শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


নিউজিল্যান্ড শক্তিশালী ভূমিকম্পে


৩০ অক্টোবর ২০১৮ ১৮:২৫

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপাঞ্চলজুড়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ৬.২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। অস্ট্রেলিয়ার জিও সায়েন্স এর বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ভূমিকম্পটি দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে। ওই ভূমিকম্প দেশটির রাজধানী ওয়েলিংটন এবং এওয়াকল্যান্ড শহরের মধ্যবর্তী স্থানে প্রভাব ফেলে। ভূমিকম্পটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৬.২ এবং এর উৎপত্তি ভূপৃষ্ঠের ২২৮ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে। এর উপকেন্দ্র নিউ প্লেমাউথ শহর থেকে ৬৩ কিলোমিটার পূর্বে।

ভূমিকম্পের কারণে রাজধানী ওয়েলিংটনে পার্লামেন্টের অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবি করা হয় এবং কিছু ফ্লাইট ওয়েলিংটনে অবতরণ বাতিল করে বলে জানিয়েছে নিউ জিল্যান্ড হেরাল্ড সংবাদপত্র।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটিতে ২০১৬ সালের নভেম্বরে ৭.৮ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছিল।

এসএমএন