ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির আকস্মিক মৃত্যুর কারণে নির্ধারিত সময়ের আগে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে। তবে শেষ মুহূর্তে বুধবার ছয় প্রার্থীর দু’জন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৮ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ভোটগ্রহণ চলবে। তবে প্রয়োজনে দুই ঘণ্টা করে মধ্যরাত পর্যন্ত ভোটগ্রহণের সময় বাড়ানো যাবে।
ভোটগ্রহণ শেষেই ভোট গণনা শুরু হবে। এরপরেই জানানো হবে ফলাফল। শনিবার (২৯ জুন) ফলাফল ঘোষণার কথা রয়েছে।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশে-বিদেশে মোট ৬ কোটি ১৪ লাখ ৫২ হাজার ৩২১ জন ভোটার নির্বাচনে ভোট দেয়ার যোগ্য। তবে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ভোটগ্রহণের প্রথম প্রহরেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সকাল ৮টায় তেহরানের ইমাম খোমেনি হুসেইনিয়ায় ভোট দেন দেশটির সর্বোচ্চ নেতা।
ভোট দেয়ার পর উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন একটি আনন্দের দিন। কারণ, এদিন জনগণ আগামী কয়েক বছরের জন্য তাদের সরকার প্রধানকে নির্বাচন করবেন। ইরানের শক্তিমত্তা ও সম্মান এই নির্বাচনের ওপর নির্ভর করছে।