চলে গেলেন ‘দ্য বডিগার্ড’ তারকা বিল কবস
-2024-06-27-14-35-10.jpg)
চলে গেলেন ‘দ্য বডিগার্ড’ খ্যাত হলিউড তারকা বিল কবস। তার বয়স হয়েছিল ৯০ বছর। জানা গেছে ২৫ জুন, মঙ্গলবার বিল কবস তার ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এমপায়ারের নিজ বাস ভবনে বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
অভিনেতার মুখপাত্র চক আই. জোনস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন বয়সজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।
১৯৭৪ সালে ‘দ্য টেকিং অব পেলহাম ওয়ান টু থ্রি’-তে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন বিল কবস। ‘দ্য বডিগার্ড’, ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম, ‘এয়ার বাড’ সহ একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। পুরো ক্যারিয়ারে প্রায় ২০০টি সিনেমায় ও সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।
বিল কবস ডে টাইম এমি অ্যাওয়ার্ড জিতেছিলেন। ‘ডাইনো ডানা’য় অভিনয়ের জন্য ২০২০ সালে এই পুরস্কার জিতেছিলেন তিনি। কবসের অভিনীত প্রতিটি চরিত্রই ভক্তদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।