মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০

সামরিক মহড়া চলাকালীন সময়ে নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশটির রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর কুচকাওয়াজে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি হেলিকপ্টার অন্য একটি হেলিকপ্টারে আঘাত করে এবং মাটিতে বিধ্বস্ত হয়। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার লুমুত শহরে, যেখানে নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে।
খবরে বলা হয়েছে, দুটি হেলিকপ্টারে থাকা কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।
একটি হেলিকপ্টার একটি চলমান ট্র্যাকে বিধ্বস্ত হয়েছে, অন্যটি কাছাকাছি একটি সুইমিং পুলে বিধ্বস্ত হয়েছে।