এবার ভূমিকম্পে কাঁপল জাপান

তাইওয়ানে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ এপ্রিল) জাপানের ফুকুশিমা অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। খবর রয়টার্সের।
তবে এই ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়নি দেশটিতে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩২ কিলোমিটার (প্রায় ২০ মাইল)। এমনকি রাজধানী টোকিওতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, বৃহস্পতিবার আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১ এবং এর গভীরতা ছিল ৪০ দশমিক ১ কিলোমিটার।
তবে এখনো পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশ্বের সবচেয়ে টেকটোনিক সক্রিয় দেশগুলোর মধ্যে একটি জাপান। দেশটিতে প্রায়শই ছোট বড় ভূমিকম্প আঘাত হানে।