সিরিয়ায় বিমান হামলায় ইরানি কমান্ডারসহ নিহত ১৩

সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানপন্থী অন্তত ৯ যোদ্ধাসহ একজন শীর্ষ কমান্ডার রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মার্চ) সিরিয়ার পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয়।
যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় ইরানপন্থি ৯ যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্ট আইআরজিসির কমান্ডার রয়েছেন।
খবরে বলা হয়েছে, একটি উপত্যকায় তাদের স্থাপনা লক্ষ্য করে হামলাটি চালানো হয়। আরেক হামলায় ইরাকি সীমান্তের কাছে আলবু কামাল শহরে চারজন নিহত হয়েছেন।
ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম মনিটর বলেছে, কারা হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এবং তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।
দেশটির এক দশকেরও বেশি পুরনো গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আসাদের বাহিনীর পাশাপাশি যুদ্ধরত ইরানপন্থী দলগুলোকে লক্ষ্য করে ইসরায়েল শত শত হামলা চালিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব সিরিয়ায় ইরানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অনেক কম হামলা চালিয়েছে। তবে সিরীয় সরকারের ঘনিষ্ঠ গণমাধ্যম বলছে, সর্বশেষ হামলাটি আমেরিকান।
নতুন সময়/এএম
সিরিয়া, বিমান, হামলা, নিহত, ইরান, কমান্ডার