ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরাক ও সিরিয়ায় ইরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
ওই কর্মকর্তা বলেছেন, ইরাক ও সিরিয়ায় অবস্থানরত ইরানের সেনা, অবকাঠামোর ওপর হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে। যা কয়েকদিনে চালানো হবে। তবে হামলা চালানোর আগে অনুকূল আবহাওয়ার জন্য অপেক্ষা করবেন তারা। যেন কোনো বেসামরিক মানুষ হতাহত না হন।
গত সপ্তাহে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের টাওয়ার-২২ নামের একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। ওই হামলার জবাব দিতে এখন ইরাক ও সিরিয়ায় হামলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
সেদিনের হামলায় তিন সেনা নিহত হওয়ার পাশাপাশি আরও ৪১ জন আহত হন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয়।