ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ভূমধ্যসাগরে নৌকাডুবি, বহু অভিবাসীর মৃত্যুর আশঙ্কা


১৭ ডিসেম্বর ২০২৩ ১১:৫৬

ছবি সংগৃহীত

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬০ জনের বেশি অভিবাসী নিখোঁজ হয়েছেন। তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

জীবিতদের বরাতে আইওএম শনিবার বলেছে, প্রায় ৮৬ জন অভিবাসী নিয়ে লিবিয়ার জুওয়ারা শহর থেকে ইউরোপের উদ্দেশে রওনা হয় নৌকাটি। যাত্রার একপর্যায়ে উঁচু ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এতে শিশুসহ ৬১ জন অভিবাসী নিখোঁজ হয়েছে। তারা মারা গেছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। নিহতদের বেশিরভাগই নাইজেরিয়া, গাম্বিয়া ও আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে নৌকাডুবির এই ঘটনায় বেঁচে যাওয়া ২৫ জনকে লিবিয়ার একটি কারাগারে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের কাছে লিবিয়া অন্যতম প্রধান প্রস্থান পয়েন্ট। শুধু চলতি বছর এই পথ দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে ভূমধ্যসাগরে ডুবে ২ হাজার ২০০ জনের বেশি অভিবাসী নিহত হয়েছেন। ফলে এই পথটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটের একটিতে পরিণত হয়েছে।

গত জুন মাসে দক্ষিণ গ্রিসের কাছে একটি মাছ ধরার নৌকা ডুবে গেলে অন্তত ৭৮ জন মারা যায়। আরও ১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা ইউরোপে ঢুকে তাদের বেশিরভাগ প্রথমে ইতালিতে পা রাখেন। ইতালি থেকে তারা ইউরোপেরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন। মূলত নিজ দেশের যুদ্ধ বা নিপীড়ন থেকে বাঁচতে কিংবা জীবিকার সন্ধানে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যান এসব মানুষ।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, তিউনিসিয়া ও লিবিয়া থেকে এ বছর দেড় লাখের বেশি অভিবাসী ইতালিতে গেছেন।