ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ৩ হাজার বাসিন্দার প্রাণ গেছে। আর আহত হয়েছেন ১২ হাজার ৫০০ বাসিন্দা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, উপত্যকাটিতে প্রায় ৩ হাজার বাসিন্দার প্রাণ গেছে। আর আহত হয়েছেন ১২ হাজার ৫০০ বাসিন্দা। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে আহত ১ হাজার ২৫০ ছাড়িয়েছে। সেখানে নিহত হয়েছেন অন্তত ৬১ ফিলিস্তিনি।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র আরেক আপডেটে জানান, বিদ্যুৎ না থাকায় এবং জ্বালানির অভাবে সেখানকার হাসপাতালগুলো কার্যকর ক্ষমতার পতনের দশায় প্রবেশ করেছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। জবাবে গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েল। এই হামলার এক পর্যায়ে ইসরায়েল উপত্যকাটি অবরুদ্ধ করে দেয়।
গাজায় বিদ্যুৎ, পানি, খাবার ও জ্বালানি সরবরাহ বন্ধ করে রেখেছে ইসরায়েল। দেশটি এক পর্যায়ে উত্তর গাজা থেকে বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যেতে বলে।