গাজা ছাড়ার পথে বেসামরিক ফিলিস্তিনিদের হামলা, নিহত ৭০

ইসরায়েলের স্থল অভিযানের প্রস্তুতির মধ্যে গাজা সিটি ছেড়ে উপত্যকার দক্ষিণে যাওয়ার সময় গাড়িতে হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস।
উপত্যকার শাসক দলটির মিডিয়া অফিসের বরাত দিয়ে আল জাজিরা শনিবার জানায়, ঘরবাড়ি ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ গন্তব্যের দিকে ছুটে চলার সময় ফিলিস্তিনিদের বহনকারী গাড়িতে হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারানো ফিলিস্তিনিদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
এরআগে শুক্রবার সকালে গাজা শহর থেকে সব বেসামরিক নাগরিককে দক্ষিণে নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানায় ইসরায়েল। এজন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় তারা।
হামাসকে নির্মূলে গাজায় টানা এক সপ্তাহ ধরে ভারী বোমাবর্ষণের পর এই প্রথম স্থল অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েল।
আগামী দিনগুলোতে ইসরায়েলের সেনাবাহিনী গাজা শহরে 'উল্লেখযোগ্য' অভিযান চালাবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বেসামরিক নাগরিকরা ফিরে আসতে পারবেন না।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার পরপরই গাজায় বোমা হামলা শুরু করে ইসরায়েল, যা অব্যাহত রয়েছে।