ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


যে কোন হামলার জবাব দিবে ওয়াশিংটন


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৯

বিদ্রোহী দমনে ইদলিব প্রদেশে ‘বেপরোয়াভাবে হামলা’ না চালাতে সিরিয়ার মিত্র ইরান ও রাশিয়াকে সতর্ক করেছেন ওয়াশিংটন।

এ ধরনের হামলায় বহু লোকের প্রাণহানী হতে পারে বলে সোমবার (৩ সেপ্টেম্বর) সতর্ক করেছেন তিনি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, রুশ-ইরানিরা সম্ভাব্য মানবিক বিপর্যয়েযোগ দিতে গিয়ে গুরুতর ভুল করতে যাচ্ছে। লাখ লাখ লোক নিহত হতে পারে। এটি হতে দেওয়া যায় না।

সম্প্রতি একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইদলিব পুনরুদ্ধারের জন্যে এ আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেন আসাদ।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশটি এবং এর কাছাকাছি জায়গাগুলো সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের অধিনে থাকা শেষ গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাগুলোতে প্রায় ৩০ লক্ষ সাধারণ মানুষ বাস করে। ৭ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে সমর্থন দিয়েছেন রাশিয়া এবং ইরানের বাহিনীগুলো।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, দামেস্ক কোনো রাসায়নিক হামলা চালালে ওয়াশিংটন তার জবাব দিবে।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টুইটারে লিখেছেন, সব চোখ এখন ইদলিবে রাশিয়া এবং ইরান কি ব্যবস্থা নিবে তার দিকে।

এসএমএন