উইলার আঘাতে লন্ডভন্ড মেক্সিকো
-2018-10-24-15-22-20.jpg)
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকায় বুধবার ঘূর্ণিঝড় উইলা আঘাত হেনেছে। এটি ‘জীবনের জন্য হুমকি’বলে আবহাওয়াবিদরা মনে করে।
ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার হতে পারে। বিভিন্ন স্থানে এটি মারাত্মক বিপজ্জনক ঝড় ও ঢেউয়ের সৃষ্টি করছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে বেরোতে নিষেধ করেছে ঘূর্ণিঝড় অধিদপ্তর ।
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঘূর্ণিঝড় মাইকেল আঘাতের পরই মেক্সিকোতে আঘাত হানলো উইল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা ক্রমেই দুর্বল হয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।
এসএমএন