ঢাকা রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১


উইলার আঘাতে লন্ডভন্ড মেক্সিকো


২৪ অক্টোবর ২০১৮ ২১:২২

ফাইল ফটো

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকায় বুধবার ঘূর্ণিঝড় উইলা আঘাত হেনেছে। এটি ‘জীবনের জন্য হুমকি’বলে আবহাওয়াবিদরা মনে করে।

ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার হতে পারে। বিভিন্ন স্থানে এটি মারাত্মক বিপজ্জনক ঝড় ও ঢেউয়ের সৃষ্টি করছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে বেরোতে নিষেধ করেছে ঘূর্ণিঝড় অধিদপ্তর ।

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঘূর্ণিঝড় মাইকেল আঘাতের পরই মেক্সিকোতে আঘাত হানলো উইল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা ক্রমেই দুর্বল হয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।

এসএমএন