ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


লিবিয়ায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়াল


১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২২

ছবি সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও বন্যায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এরই মধ্যে মৃতের সংখ্যা ১১ হাজার ৩০০ জনে পৌঁছেছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঝড়ের পর প্রবল ওই বৃষ্টিতে বাঁধ ভেঙে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে দেশটির পূর্বাঞ্চলীয় দারনা শহর। 

কোনো কিছু বুঝে উঠার আগেই বাঁধ ভেঙে শহরে ঢুকে পড়া পানিতে ভেসে যান অনেকে। এখন সেসব মানুষের আত্মীয়-স্বজনরা তাদের লাশ খুঁজে বেড়াচ্ছেন।

এ ঘটনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র দারনাতেই ১১ হাজার মারা গেছে। এর বাইরে শহরটিতে এখনও ২০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। সাগরে এখনও প্রায় দুই হাজারের বেশি মৃতদেহ ভাসছে বলে খবর পাওয়া গেছে। ত্রাণ ও উদ্ধারকর্মীরা বন্যার পানি সরে যাওয়ার পর কাদামাটি ও ধ্বংসস্তূপ থেকে লাশ টেনে বের করছে।

এদিকে, দারনার মেয়র দ্রুত মৃতদেহ উদ্ধারে বিশেষজ্ঞ দলগুলোর কাছ থেকে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।

বেশ কয়েকটি দেশের উদ্ধারকারীরা বন্দর নগরীর কাদা এবং ধ্বংসাবশেষের মধ্যে সম্ভাব্য বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছে। একটি সাহায্যকারী দল শহরটিকে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছে।