ঢাকা রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১


কনস্যুলেট জেনারেলের বাসভবনে খাসোগির লাশ!


২৪ অক্টোবর ২০১৮ ১৬:৫১

ছবি সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসাল জেনারেলের বাসভবনের বাগান থেকে নিখোঁজ সৌদি সাংবাদিক জামাল খাসোগির লাশের টুকরো অংশ পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।

স্কাই নিউজের ওই প্রতিবেদনে দাবি করা হয়, খাসোগির মুখমণ্ডল বিকৃত করে ফেলা হয়। তবে কোথায়, কখন, কীভাবে খাসোগির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে, তার বিস্তারিত জানায়নি।

গত ২ অক্টোবর বিয়ে-সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করতে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়ে নিখোঁজ হন খাসোগি। বিষয়টি তুরস্ক ও সৌদি একে অপরকে দোষারোপ করে আসছিল। সৌদি আরব বলে আসছিল, কনস্যুলেট থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়েছেন খাসোগি।

সৌদি আরব অবশ্য দুই সপ্তাহ পর গত ১৯ অক্টোবর শুক্রবার স্বীকার করে নেয় যে খাসোগি সৌদি কনস্যুলেটে খুন হয়েছেন। তবে এখন পর্যন্ত সৌদি আরব খাসোগির মরদেহ কোথায় আছে, তা নির্দিষ্ট করে জানায়নি। সৌদি আরব এ ঘটনায় জড়িত সন্দেহে উচ্চপদস্থ কর্মকর্তা সৌদ আল-কাহতানিসহ পাঁচজনকে বরখাস্ত করে এবং ১৮ জনকে গ্রেপ্তার করে।

আরকেএইচ