ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ভারতে স্কুলবাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬


১১ জুলাই ২০২৩ ১৮:১৪

ছবি সংগৃহীত

ভারতে উত্তর প্রদেশের গাজিয়াবাদে স্কুল বাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১১ জুলাই) ভোরে রাহুল বিহারের কাছে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। খবর- এনডিটিভি

দুর্ঘটনায় নিহত ছয়জনই জিপ গাড়ির আরোহী। জিপে মোট আটজন ছিলেন। গাড়ির দরজা কেটে মৃতদেহগুলোকে বের করে আনা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিপের আহত দুইজনের আবস্থা গুরুতর। 

দুর্ঘটনার আগে বাসটি উল্টো দিক দিয়ে আসছিল। বাসের চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।