ভয়াবহ আগুনে ধসে পড়ল ভবন

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহরে ভয়াবহ আগুনে একটি ভবন ধসে পড়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তিনতলা ভবনে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে।
জানা যায়, অন্তত ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই এবং আগুনের লেলিহান শিখায় বেশ কয়েক ব্যক্তি আহত হয়েছেন।
ভবনের নিচ তলা থেকে আগুনের সূত্রপাত হয় তবে কী কারণে আগুন লেগেছে তা পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সমালোচনাকারীরা বলছেন, সরকারের কাছ থেকে বীমা সুবিধা নেয়ার জন্য ভবনের মালিক এ কাজ করে থাকতে পারেন।
অব্শ্য, সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন যে, এর আগে একবার এই ভবনের মালিক নিজে আগুন লাগিয়েছিলেন এবং এবারও হয়ত তিনি তাই করেছেন।
আরআইএস