ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


টাইটানিক পর্যটকদের সাবমেরিনের খোঁজে থাকা উদ্ধারকর্মীরা শব্দ শুনেছেন


২২ জুন ২০২৩ ০১:৩৯

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে পর্যটকদের নিয়ে আটলান্টিকের তলদেশে নিখোঁজ সাবমেরিন টাইটানের এখনো সন্ধান মেলেনি। তবে যেখানে সাবমেরিনটি নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখান থেকে ভেসে আসা শব্দ শনাক্ত করা হয়েছে।

বুধবার বিবিসি জানিয়েছে, কানাডিয়ান পি-৩ বিমান অনুসন্ধান এলাকায় পানির নিচে শব্দ শনাক্ত করেছে। পি-৩ বিমানের পাওয়া তথ্য আরও বিশ্লেষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে পাঠানো হয়েছে।

সিএনএন জানিয়েছে, মঙ্গলবার ৩০ মিনিটের ব্যবধানে শব্দ শুনতে পাওয়া গেছে। অতিরিক্ত সোনার ডিভাইস মোতায়েনের চার ঘণ্টা পরেও শব্দ শোনা যাচ্ছিল। ওই স্থান থেকে শব্দ শনাক্তের পর নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারের আশা বাড়ছে।

রোববার পাঁচ পর্যটককে নিয়ে ডুব দেওয়ার পৌনে দুই ঘণ্টার মাথায় টাইটানের সঙ্গে সাবমারসিবলটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাবমেরিনটির ৯৬ ঘণ্টা পর্যন্ত সাগর তলদেশে থাকার সক্ষমতা রয়েছে। প্রাপ্ত হিসাব অনুযায়ী, সাবমেরিনটিতে এখনও ৪০ ঘণ্টা টিকে থাকার মতো অক্সিজেন রয়েছে।