ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


পিটিআইকে কোণঠাসা করতে গ্রেফতার করা হচ্ছে একের পর এক শীর্ষ নেতাকে


২৪ মে ২০২৩ ১৬:৪১

পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআইকে কোণঠাসা করতে দলটির একের পর এক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ মে) গভীর রাতে আবারও গ্রেফতার করা হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং দলের ভাইস চেয়ারম্যান শাহ্ মাহমুদ কোরেশিকে। খবর পাকিস্তান অবজারভারের।

খবরে বলা হয়, আদিয়ালা জেল থেকে মুক্ত হওয়ার পরপরই তাকে গ্রেফতার দেখানো হয়। অবশ্য সুস্পষ্ট অভিযোগ জানানো হয়নি।

এদিকে একই রাতে গ্রেফতার হন পাঞ্জাবের দুই শীর্ষ নেতা জামশেদ ও মুশাররাত চিমা। এই দম্পতির বিরুদ্ধে বিক্ষোভে উসকানি, সামরিক স্থাপনায় হামলায় মদদ দেয়ার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া কোনো ওয়ারেন্ট ছাড়াই ইসলামাবাদের দুই নেতা আলি নওয়াজ আওয়ান এবং ওমর আইয়ুবের বাড়িতে চালানো হয়েছে সাঁড়াশি অভিযান।