ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


গায়ানায় স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ আগুন, নিহত ২০


২৩ মে ২০২৩ ০৪:১৩

গায়ানার একটি স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে। খবর দ্য গার্ডিয়ান’র।

দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার (২১মে) রাতে মধ্যাঞ্চলীয় মাহদিয়া শহরের একটি স্কুলের ছাত্রাবাসে আগুনে ২০ জন নিহত হন। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে দেশটির প্রেসিডেন্ট ইরফান আলী স্কুলে অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ‘বড় বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।

আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য তিনি দেশটির প্রেসিডেন্ট ইরফান আলী রাজধানী জর্জটাউনের দু’টি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন।