ফের গ্রেফতারের ৮০ শতাংশ সম্ভাবনা দেখছেন ইমরান খান

পুনরায় গ্রেফতারের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
রোববার (২১ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান।
ইমরান খান বলেন, আমাদের গণতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়ার জন্য সবকিছু করা হচ্ছে। এই মুহূর্তে ১০ হাজারের বেশি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমার দলের সব সিনিয়র নেতৃবৃন্দ কারাগারে রয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার আমি জামিনের জন্য ইসলামাবাদে হাজিরা দিতে যাচ্ছি। ওইদিন আমাকে গ্রেফতার করার সম্ভাবনা ৮০ শতাংশ।
এছাড়াও তার প্রাণনাশের হুমকি এখনও আছে বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।
এর আগে ৭০ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকাকে আল-কাদির ট্রাস্ট মামলায় আগামী ৩১ মে পর্যন্ত জামিন দিয়েছে ইসলামাবাদের হাই কোর্ট। জামিনে থাকলেও গত বুধবারও তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা জানিয়ে টুইট করেছিলেন ইমরান খান।
সূত্র: ডন