ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.৮ মাত্রার ভূমিকম্প, শক্তিশালী সুনামির আশঙ্কা


১৯ মে ২০২৩ ১৭:৪২

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অনুভূত হয়েছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (১৯ মে) সকালে হওয়া এ ভূমিকপম্পের পর নিকটবর্তী চার দেশে জারি করা হয়েছে সুনামির সতর্কতা। খবর সিএনএনের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের ৩৮ কিলোমিটার গভীরে ছিলো ভূকম্পনটির উৎপত্তিস্থল। ফলে আশপাশের দ্বীপরাষ্ট্রগুলোতে শক্তিশালী সুনামির আশঙ্কা করা হচ্ছে। সতর্ক করা হয়েছে উৎপত্তিস্থল থেকে এক হাজার কিলোমিটারের মধ্যে অবস্থিত চার দেশ- ফিজি, নিউজিল্যান্ড, কিরিবাতি, ভানুয়াতুকে।

সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে ভানুয়াতকে।

আশঙ্কা করা হচ্ছে, দেশটির উপকূলে ১০ ফুট উচ্চতায় উঠতে পারে ঢেউ। এদিকে, নিউজিল্যান্ডের জরুরি বিভাগ জানিয়েছে, দুর্যোগটি পর্যালোচনা করছে তারা।