ইমরানের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আবারও গ্রেফতার হওয়ার শঙ্কা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের প্রধান ইমরান খানের বাড়ির চারপাশে অবস্থান করছে পুলিশ। যেকোনো সময় আবারও তাকে গ্রেফতার করা হতে পারে।
বুধবার (১৭ মে) এক টুইট বার্তায় এমনই শঙ্কার কথা জানান এই সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী।
টুইটে করে পিটিআই প্রধান ইমরান খান জানান, সম্ভবত আমাকে ফের গ্রেফতারের করার আগে এটাই আমার শেষ টুইট। আমার বাড়ির চারিদিক ঘিরে রেখেছে পুলিশ।
সম্প্রতি পাকিস্তানের আদালত ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে তাকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশে মুক্তি পেয়েছিলেন পাকিস্তানের ইমরান খান। কিন্তু বুধবার ফের ইমরান খানের বাড়ি চারিদিক দিয়ে ঘিরে ফেলে পাকিস্তানের পুলিশ।