ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান


৫ মে ২০২৩ ২৩:৪১

জাপানে ৬ দশমিক ৫ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় শুক্রবার (৫ মে) দুপুরে দেশটির ইশিকাওয়া প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল জাপান সাগরের তীরবর্তী নোটো উপদ্বীপের ইশিকাওয়া প্রিফেকচারের দক্ষিণ প্রান্তে। যা জাপানের রাজধানী টোকিও থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

এর আগে, শুক্রবার (৫ মে) সকাল ৫টা ৫৭ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৪ দশমিক ৩ মাত্রায় ভূকম্পন অনুভূত হয়েছে।

সূত্র : রয়টার্স, জাপান টাইমস