কলম্বিয়ায় অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩

কলম্বিয়ায় অবৈধ দুইটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিন জন নিহত হয়েছে।
বৃহস্পতিবারের ওই দুর্ঘটনায় খনিতে এখনও চার শ্রমিক আটকা পড়ে রয়েছে। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। খবর এপির।
রাজধানী বোগোটার উত্তরে স্থানীয় সময় ভোরে দুর্ঘটনাটি ঘটে।
দেশটির ন্যাশনাল মাইনিং এজেন্সি জানায়, নিরাপত্তাজনিত কারণে খনি দুটিতে গেলো বছরের ডিসেম্বর থেকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল। এরপরেও কীভাবে কাজ চলছিল তা খতিয়ে দেখবে প্রশাসন।
যথাযথ সুরক্ষা ব্যবস্থা না মানার ফলে দেশটিতে প্রায়ই খনি বিস্ফোরণের ঘটনা ঘটে। গত মার্চে আরেক দুর্ঘটনায় ২১ জন খনি শ্রমিকের মৃত্যু হয়।
আইকে