ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪৬


৮ এপ্রিল ২০২৩ ১৯:৪৯

উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ৪৬ জন নিহত হয়েছে। শুক্রবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, বুধবার বেনু রাজ্যের উমোগিদি সম্প্রদায়ে এই হামলার ঘটনা ঘটে। গ্রামটিতে যাযাবর পশুপালক এবং বসতি স্থাপনকারী কৃষকদের মধ্যে জমি ও সম্পদ নিয়ে প্রায়ই বিবাদের ঘটনা ঘটে।

এদিকে বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা জানান, ‘৪৬ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং উদ্ধার করা হয়েছে। অনেক লোক এখনও নিখোঁজ রয়েছে, তাই নিহতদের সংখ্যা আরও বেশি হতে পারে।’

তবে এই হামলার কারণ এখনও স্পষ্ট হয়নি। ওই এলাকায় সেনা সদস্য পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আইকে