ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার


৫ এপ্রিল ২০২৩ ০৬:৪০

ফাইল ছবি

সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আত্মসমর্পণ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের ম্যানহাটনের ফৌজদারি আদালতে তিনি আত্মসমর্পণ করেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আত্মসমর্পণের পর ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলেন ট্রাম্প।

গ্রেপ্তারের পর ট্রাম্পের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে। তবে ছবি তোলা হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। পরে তাকে আদালত কক্ষে নিয়ে অভিযোগ পড়ে শোনানো হবে। আদালতে হাজির করার আগে অল্প কিছু সময় ডিএ কার্যালয়ে অবস্থান করবেন ট্রাম্প। তবে গ্রেপ্তার থাকা অবস্থায় তাকে হাতকড়া পরানো হবে না। তবে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের পাহারায় থাকবেন।