রেললাইনে দাঁড়িয়ে থাকা ৫০ জনকে পিষ্ট করল ট্রেন

ভারতের পাঞ্জাবের অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার (১৯ অক্টোবর) দেশটির এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এদিন সন্ধ্যায় রাবণ বধ অনুষ্ঠান দেখতে ভিড় করেন বহু মানুষ। এসময় ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষের ওপর দিয়ে চলে যায় ট্রেন।
ট্রেনটি জালান্দর থেকে অমৃতসরে আসছিল। অমৃতসরের জোড়া ফটকের কাছেই রাবণের কুশপুত্তলিকায় আগুন দেওয়া হচ্ছিল। এসময় আতশবাজির শব্দে ভিড়ে দাঁড়িয়ে থাকা লোকেরা ট্রেনের হুইসেল শুনতে পাননি।
অমৃতসরের পুলিশ কমিশনার এসএস শ্রীভাসতাভা বলেন, ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ দুর্ঘটনায় শিশুও নিহত হয়েছে। দুর্ঘটনাস্থলে প্রায় ৭০০ মানুষ উপস্থিত ছিলেন।
এমএ