মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে ৪১

মেক্সিকোর ‘জুয়ারেজ অভিবাসন কেন্দ্রে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪১ জন। নিহতদের ২৮ জনই মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার নাগরিক। বাকিরা হন্ডুরাসের নাগরিক। বর বার্তা সংস্থা রয়টার্সের।
মেক্সিকান অভিবাসন প্রতিষ্ঠান আইএমআই জানায়, সীমান্তবর্তী কেন্দ্রটিতে দুর্ঘটনার সময় সেখানে কমপক্ষে ৭০ জন ছিলেন। রাত ১০টা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস কর্মীরা। ২৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
লাতিন ও মধ্য আমেরিকার দেশের বাসিন্দারা উন্নত জীবনের আশায় অবৈধভাবে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সরকারি আদেশ না পাওয়া পর্যন্ত থাকতে হয় সীমান্তের এসব আশ্রয়কেন্দ্রে।
আইকে