ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ব্রাজিলে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৩


২৪ মার্চ ২০২৩ ১৯:৫৩

ব্রাজিলে সন্ত্রাসবিরোধী অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রিও ডি জেনেইরো শহরের কাছে একটি অপরাধী দলের প্রধানকে গ্রেপ্তার করতে এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের মাদক চক্রের মূল হোতা লিওনার্দো কোস্তা আরাউজো লুকিয়ে রয়েছেন- এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। আরাউজোকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা করে অপরাধী চক্রের সদস্যরা। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে সংঘর্ষে আরাউজো নিহত হন। তিনি বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আরাউজোকে গ্রেপ্তারে পুলিশের এই অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয়।

সূত্র: রয়টার্স

আইকে