ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


রাশিয়ায় তিন দিনের সফরে শি জিনপিং


২১ মার্চ ২০২৩ ০৭:২৬

চীনা প্রসিডেন্ট শি জিনপিং তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (২০ মার্চ) রাশিয়ায় পৌঁছেছেন। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি ও সিএনএন।

তাসের বরাত দিয়ে বিবিসি জানায়, মঙ্গলবার (২১ মার্চ) থেকে আনুষ্ঠানিক সব বৈঠক ও কার্যক্রম শুরু হবে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। ওই আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো রাশিয়া সফরে গেলেন শি।

বিভিন্ন বিশ্লেষক ধারণা করছেন, শির এই সফরের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানে ভালো কোনো খবর আসতে পারে। যদিও সম্প্রতি চীনের দেওয়া শান্তি প্রস্তাবে পুতিন খুশি হলেও মার্কিন প্রেসিডেন্ট এতে নাখোশ ছিলেন।

আইকে