ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ২২


২১ মার্চ ২০২৩ ০৩:৫৮

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সন্ত্রাসীদের হামলায় আন্তত ২২ জনের নিহতের খবর পাওয়া গেছে।

সোমবার (২০ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি এবং নর্থ কিভু প্রদেশের বেশ কয়েকটি গ্রামে গত ১৮ মার্চ সন্ত্রাসীদের হামলায় এই প্রাণহানি ঘটে।

নিহতদের মধ্যে ইতুরি প্রদেশের ১২ জন এবং নর্থ কিভু প্রদেশের ১০ জন রয়েছেন। এ ছাড়া নর্থ কিভু প্রদেশের মাউন্ট কিয়াভিরিমুর এনগুলি গ্রাম থেকে তিনজনকে অপহরণ করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় কোঅপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব কঙ্গো বা কোডেকো নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে।

উল্লেখ্য, কঙ্গোর সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান হস্তক্ষেপ সত্ত্বেও কঙ্গোর পূর্বাঞ্চল বছরের পর বছর ধরে সহিংসতা চলছে।

আইকে