ইমরানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জারি করা অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) ।
১৮ মার্চ পর্যন্ত এই পরোয়ানা স্থগিত রাখতে শুক্রবার নির্দেশ দেয় উচ্চ আদালত।
একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত এবং রাজধানীর পুলিশকে নির্দেশ দেন আইএইচসি প্রধান বিচারপতি আমের ফারুক।
উল্লেখ্য, সরকারপ্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে (তোশাখানা মামলা) দায়ের হওয়া মামলার শুনানিতে টানা অবিরাম অনুপস্থিতির কারণে পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরে গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করা হলে আদালত শুক্রবার শুনানির দিন ধার্য্য করেন। তবে এদিন ইমরানের আইনজীবী খাজা হারিস তার মক্কেলের একটি অঙ্গীকারনামা জমা দেন। এতে বলা হয়, পিটিআই প্রধান ১৮ মার্চ আদালতে হাজির হবেন।
এদিকে আদালত সতর্ক করে দিয়ে বলেছে, ইমরান দাখিল করা অঙ্গীকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হতে পারে।
আইকে