সাইক্লোন ইয়াকুর তাণ্ডবে বিপর্যস্ত পেরু, নিহত ৬

প্রলয়ংকারী সাইক্লোন আর বন্যায় বিপর্যস্ত পেরুর উত্তরাঞ্চল। এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর দ্য গার্ডিয়ানের।
জাতীয় আবহাওয়া অফিসের তথ্যানুসারে, শুক্রবার থেকেই উপকূলে ঘণীভূত হচ্ছিলো সাইক্লোন ইয়াকু। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পিউরা, টাম্বেস ও ল্যাম্বাইয়েক রাজ্য। সেখানে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চালানোর জন্য প্রশাসন জরুরি অবস্থা জারি করেছে।
এছাড়াও আশঙ্কা করা হচ্ছে, পানির স্রোতে ভেসে গেছেন বহু মানুষ। অর্ধ শতাধিক মানুষের নিখোঁজের খবর জানিয়েছে স্থানীয়রা।
উল্লেখ্য, লাতিন দেশটিতে চলতি বছরই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৮ জন।
আইকে