ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ওমরাহ হজে বয়স্কদের জন্য থাকছে ইলেকট্রিক গাড়ি


৯ মার্চ ২০২৩ ০৮:০৮

ওমরাহ হজ পালনের সুবিধার্থে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রায় ৯ হাজার ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করেছে সৌদি সরকার। মঙ্গলবার (৭ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মসজিদুল হারাম ও মসজিদে নববী কর্তৃপক্ষ বয়স্ক এবং শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ওমরাহ পালনকারীদের চলাচলের সুবিধার জন্য ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করেছে। ২৪ ঘণ্টা এই ইলেকট্রিক গাড়ি সরবরাহ করা হবে। ‘তানাকল’ নামের একটি অ্যাপের মাধ্যমে এসব গাড়ি অগ্রিম বুক করা এবং টিকিট কেনা যাবে।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরবে যেতে পারবেন।

আইকে