ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ফিলিপাইনে বন্দুক হামলায় গভর্নরসহ নিহত ৬


৬ মার্চ ২০২৩ ০১:০১

ফিলিপাইনের কেন্দ্রীয় নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে বন্দুকধারীদের হামলায় গভর্নরসহ ছয়জন নিহত হয়েছেন।

শনিবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

প্রতিবেদনে পুলিশের বরাতে জানানো হয়, একই ধরনের পোশাক পরা সন্দেহভাজন ছয়জন বন্দুকধারী পামপ্লোনা শহরে গভর্নরের বাড়িতে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি চালায়। হামলায় গভর্নর রোয়েল দেগামোসহ পাঁচজন নিহত হন।

এর আগে, গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট দেগামোকে নেগ্রোস ওরিয়েন্টাল গভর্নর পদে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করেন। তার আগে অন্য আরেকজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

উল্লেখ্য, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের রাজনৈতিক মিত্র ছিলেন দেগামো।

আইকে