ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


হংকংয়ের বহুতল ভবনে ভয়াবহ আগুন


৪ মার্চ ২০২৩ ০২:২৬

হংকংয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪২ তলা ভবনটিতে লাগা আগুন প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে রাতভর কাজ করেন আড়াইশ’র বেশি দমকল কর্মী। খবর আল জাজিরার।

চীনের পর্যটন এলাকা সিম সা সুইতে বৃহস্পতিবার (২ মার্চ) স্থানীয় সময় রাত ১১টার দিকে ভবনটির একেবারে উপরের তলায় আগুন লাগে।

কর্তৃপক্ষ জানায়, আগুন ছড়িয়ে পড়েছিল পাশের চারটি ভবনেও। দুর্ঘটনা এড়াতে আশপাশের শতাধিক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। বন্ধ রাখা হয় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আইকে