ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


পাকিস্তানের বালুচিস্তানে বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ৫


২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৩৮

পাকিস্তানের বালুচিস্তানে জোরালো বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর দগ্ধ হয়েছেন আরও ১৬ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বারখান এলাকার ব্যস্ততম বাজার এলাকায় ঘটানো হয় বিস্ফোরণ।

এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে সশস্ত্র সংগঠন ‘তেহরিক-ই-তালেবান বা টিটিপি’এই ঘটনাটি ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে বোমাটি বাধা ছিল। রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ করা হয়। এদিকে প্রাণহানি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আইকে