ঢাকা রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১


জয়নবের ধর্ষক ও হত্যাকারীর ফাঁসি কার্যকর


১৮ অক্টোবর ২০১৮ ০১:১৭

ছবি সংগৃহীত

ছয় বছরের শিশু জয়নব আনসারির ধর্ষক ও হত্যাকারী ইমরান আলীর ফাঁসি কার্যকর করা হয়েছে। বুধবার সকালে পাকিস্তানের লাহোরে কোট লাখপাট কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। খবর ‘দ্য ডন’

বিষয়টি নিশ্চিত করে দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে শিশু জয়নব আনসারির ধর্ষক ও হত্যাকারী ইমরান আলীর ফাঁসি কার্যকর করা হয়েছে। এ সময় সেখানে জয়নবের বাবা আমিন আনসারি উপস্থিত ছিলেন। তার চোখের সামনেই ইমরানের ফাঁসি কার্যকর করা হয়েছে।

চলতি বছরের ৪ জানুয়ারি কোরআন শিখতে যাওয়ার পথে বাড়ির পাশে থেকে নিখোঁজ হয় শিশু জয়নব। এরপর ৯ জানুয়ারি একটি আবর্জনার স্তূপ থেকে শিশু জয়নবের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়।
এ ঘটনায় ১০ জানুয়ারি থেকে ‘হ্যাশট্যাগ জাস্টিস ফর জয়নব’ লিখে পাকিস্তানের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে দেশটির জনতা। সে সময় ভারত ও বাংলাদেশের জনগণও অনলাইনের মাধ্যমে এ নৃশংস ঘটনাটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

ছোট ছোট শিশুরা জয়নব ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে রাস্তায় নামলে অপরাধীদের খুঁজে দিতে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ।

যে স্থানে জয়নবের লাশটি খুঁজে পাওয়া যায়, তার পাশ থেকে একটি খালি বাক্স পান ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তারা। বাক্সটির ফরেনসিক পরীক্ষা করার পর এর সূত্র ধরে ২৪ জানুয়ারি জয়নবের ধর্ষক ও হত্যাকারী ইমরান আলীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দোষী সাব্যস্ত হলে ফেব্রুয়ারিতে ইমরানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। পরে এই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল করলে তা খারিজ করে দেন আদালত।

জয়নব ছাড়াও আর ছয় শিশুর হত্যাকারী ইমরানের ফাঁসি কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করে জয়নবের বাবা আমিন আনসারি বলেছেন, ‘আমার মেয়ের হত্যাকারীকে আমি নিজের চোখে মরতে দেখেছি। তার ভয়ঙ্কর পরিণতি দেখেছি। তাকে মঞ্চে নিয়ে ফাঁসি কাষ্ঠে এক ঘণ্টা ধরে ঝুলিয়ে রাখা হয়।’

আমিন আনসারি দাবি করেছিলেন ইমরানের ফাঁসি যেন জনসম্মুখে কার্যকর করা হয়। কিন্তু লাহোর হাইকোর্ট তা নাকচ করে দেন।

আরকেএইচ