ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


দ্বিতীয় দফার ভূমিকম্পে তুরস্কে নিহত ৩, আহত ছয় শতাধিক


২১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৮

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে আবারও শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। এতে নিহত হয়েছেন তিনজন ও আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। অনেকে আটকা পড়েছেন বিধ্বস্ত ভবনে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার রাতে অনুভূত হওয়া ৬.৪ মাত্রার ভূমিকম্পে মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি বিধ্বস্ত তুরস্কের অন্যতম প্রদেশ হাতায়ে আঘাত হেনেছে। এটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর তুরস্ক সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। ভূমিকম্পে যেসব ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে প্রবেশ না করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি এ অঞ্চলে পরপর দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে। এর দুই সপ্তাহ পরই দেশটিতে আবারো ভূমিকম্প আঘাত হানলো।

আইকে