ব্রাজিলে বন্যা-ভূমিধসে ৩৬ জনের প্রাণহানি

ব্রাজিলের সাও পাওলো প্রদেশে বন্যা-ভূমিধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৬ জন। এখনও নিখোঁজ অনেকে। দুর্গত এলাকা থেকে পাঁচ শতাধিক মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। খবর রয়টার্সের।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সাও পাওলোর উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এর ফলে চ্যালেঞ্জের মুখে পড়বে উদ্ধারকারী দল।
এছাড়া মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার ও পুনর্গঠনে পদক্ষেপ নিয়েছে ব্রাজিলের ফেডারেল সরকার। এ ছাড়া সাও পাওলো প্রদেশের ছয়টি শহরের জন্য ১৮০ দিনের বিপর্যয়কর সময় ঘোষণা করা হয়েছে।
আইকে