ঢাকা বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


পদত্যাগের ঘোষণা দিলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন


১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:১৯

আকস্মিক পদত্যাগের ঘোষণা দিলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) পদত্যাগের কথা জানিয়ে তিনি বলেন, এটাই সরে দাঁড়ানোর উপযুক্ত সময়। খবর আলজাজিরার।

খবরে বলা হয়, গত ৮ বছর ধরে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের দায়িত্ব পালন করে আসছেন নিকোলা স্টারজন। দেশটির ইতিহাসে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় এ পদে আছেন। জানান, একজন উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন।

সম্প্রতি স্কটল্যান্ডে জেন্ডার সংস্কার, ট্রান্স-জেন্ডার বন্দি এবং স্বাধীনতার প্রশ্নে যেসব বিতর্ক-টানাপোড়ন চলছে, সেগুলোর সাথে পদত্যাগের সম্পর্ক নেই বলেও দাবি করেন নিকোলা।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রথমবার স্কটিশ ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হন নিকোলা স্টারজন। তাঁর নেতৃত্বে রাজনৈতিক দল এসএনপি যুক্তরাজ্যের পার্লামেন্ট, স্কটল্যান্ড এবং স্থানীয় নির্বাচনে পায় একের পর এক সাফল্য।

আইকে